বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার,বাংলাদেশের খেলাধুলাসহ

০১. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালিত হয়? উত্তরঃ ১৪ ডিসেম্বর। ০২. দেশে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ কবে গঠিত হয়? উত্তরঃ ২০১০ সালে। ০৩. বাংলাদেশের বর্তমান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নাম কি? উত্তরঃ বেগম মন্নুজান সুফিয়ান। ০৪. ধীরেন্দ্রনাথ দত্ত কবে পাকিস্তান গণপরিষদে ইংরেজি-উর্দুর পাশাপাশি বাংলাকে রাখার দাবি জানান? উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি, ১৯৪৮. ০৫. দেশভাগ নিয়ে লিখা ‘ইতিহাস কথা কও’ বইয়ের লেখক কে? উত্তরঃ সিরাজুদ্দিন হোসেন। (বুদ্ধিজীবী নিধনযজ্ঞের প্রথম শিকার) ০৬. ‘বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ’ কোথায় অবস্থিত? উত্তরঃ নবীনগর, সাভার। ০৭. ‘বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। (১৬ ডিসেম্বর, ১৯৭২) ০৮. ‘মাসি-পিসি’ গল্পটির রচয়িতা কে? উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়। ০৯. ‘National Bank of Pakistan (NBP)’ কবে থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে? উত্তরঃ আগস্ট, ১৯৯৪ (প্রতিষ্ঠিতঃ ১৯৪৯ সালে; করাচি, পাকিস্তানে)। ১০. বাংলাদেশে কয়টি বিদেশি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে? উত্তরঃ ৯টি। ১১. ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কতজন নির্বাচিত হয়েছেন? উত্তরঃ চারজন। #নোটঃ নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত নেতাঃ I) রুশনারা আলী (টানা চতুর্থ বার নির্বাচিত) II) টিউলিপ রেজওয়ানা সিদ্দিক (টানা তৃতীয় বার নির্বাচিত; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি) III) রূপা হক (টানা তৃতীয় বার নির্বাচিত) IV) আফসানা বেগম (প্রথম বার নির্বাচিত)  বিজয়ী চার জনই পরাজিত দল লেবার পার্টির নেতা।  মোট সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত নেতা নির্বাচনে অংশ নেন। ১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর কতজন সৈনিক শহীদ হন? উত্তরঃ ১৬৬১ জন। ১৩. ‘তামাবিল স্থলবন্দর’ কোথায় অবস্থিত? উত্তরঃ সিলেট। ১৪. বিশ্বের প্রভাবশালী ২২ নারী রাজনীতিকের তালিকায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত তম? উত্তরঃ ষষ্ঠ। ১৫. বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান কত তম? উত্তরঃ ২৯তম। ১৬. বাংলাদেশের সর্বশেষ সাধারণ নির্বাচনে (৩০ ডিসেম্বর, ২০১৮) আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে? উত্তরঃ ২৮৮টি (৩০০ আসনের মধ্যে)। ১৭. শেখ হাসিনা প্রথমবারের মতো কবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন? উত্তরঃ ২৩ জুন, ১৯৯৬. #আন্তর্জাতিক বিষয়াবলী ০১. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ রামনাথ কোবিন্দ। ০২. ভারতের রাজ্য মেঘালয়ের রাজধানীর নাম কি? উত্তরঃ শিলং। (ত্রিপুরার রাজধানী আগরতলা) ০৩. ভারতে সম্প্রতি পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব বিলের নাম কি? উত্তরঃ Citizenship Amendment Bill (CAB). ০৪. ‘জিজি প্রেস’ কোন দেশের সংবাদ সংস্থা? উত্তরঃ জাপান। ০৫. আমেরিকার কোন প্রতিষ্ঠান ভারতের সম্প্রতি পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব বিলের শুরু থেকেই বিরোধিতা করে আসছে? উত্তরঃ United States Commission on International Religious Freedom (USCIRF). #নোটঃ United States Commission on International Religious Freedom (USCIRF)  প্রতিষ্ঠিতঃ ২৮ অক্টোবর, ১৯৯৮.  সদর দপ্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ০৬. ‘United Nations Fact-finding Mission’ জাতিসংঘের কি বিষয়ক সংস্থা? উত্তরঃ স্বাধীন তদন্ত সংস্থা। ০৭. ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়েছে? উত্তরঃ কনজারভেটিভ পার্টি। (৩৪৬ আসন পেয়েছে, বিপক্ষ দল লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন)। ০৮. সম্প্রতি টানা দ্বিতীয় বারের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কে? উত্তরঃ বরিস জনসন। ০৯. ২০১৯ সালে অনুষ্ঠিত ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচনে জয়ী কনজারভেটিভ পার্টির নির্বাচনী শ্লোগান কি ছিল? উত্তরঃ ‘Get BREXIT Done’. ১০. ব্রিটেনের রাণীর বাসভবনের নাম কি? উত্তরঃ বাকিংহাম প্যালেস। ১১. অং সান সু চি কবে শান্তিতে নোবেল পুরস্কার পান? উত্তরঃ ১৯৯১ সালে। ১২. মিয়ানমারে রোহিঙ্গারা কবে নাগরিকত্ব হারায়? উত্তরঃ ১৯৮২ সালে। ১৩. ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রধান কে? উত্তরঃ চার্লস মিচেল (Charles Michel), বেলজিয়াম। ১৪. ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তরঃ ২৮ (৩১ জানুয়ারি, ২০২০ এ ব্রিটেন বেরিয়ে গেলে হবে সদস্য সংখ্যা ২৭টি)। ১৫. ‘টাইগার হিল’ কোথায় অবস্থিত? উত্তরঃ দার্জিলিং, ভারত। ১৬. সম্প্রতি এবং সর্বশেষ কোনটি ইউনেস্কোর সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেয়েছে? উত্তরঃ থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যাসাজ ‘নুয়াড থাই’। #নোটঃ  দুই হাজার বছরের পুরনো এই ম্যাসাজটি বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রচলিত আছে।  উৎপত্তি ভারতে হলেও নিয়মিত চর্চা হয় থাইল্যান্ডে।  মাংসপেশির যন্ত্রণা সারাতে এই ম্যাসাজ খুবই উপকারী। ১৭. কলম্বিয়ার রাজধানীর নাম কি? উত্তরঃ বোগোতা। ১৮. বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শীর্ষে অবস্থান কার? উত্তরঃ অ্যাঞ্জেলা মের্কেল (Angela Merkel), চ্যান্সেলর, জার্মানি। #নোটঃ প্রভাবশালী শীর্ষ নারী রাজনীতিক  বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী নারী – ক্রিস্টিন ল্যাগার্দ (Christine Lagarde), প্রেসিডেন্ট ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি), আইএমএফ এর প্রধান।  বিশ্বের তৃতীয় প্রভাবশালী নারী – ন্যান্সি পেলোসি (Nancy Pelosi), স্পিকার, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।  এই তালিকায় আছেন পরিবেশবাদী আন্দোলনে আলোচিত সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গ (Greta Thunberg)। ১৯. ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট কে? উত্তরঃ আরসুলা ভ্যান ডার লিয়েন (Ursula von dar Leyen), জার্মানি। ২০. আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নাম কি? উত্তরঃ ক্রিস্টালিনা জর্জিয়েভা (Kristalina Georgieva), বুলগেরিয়া। ২১. ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে? উত্তরঃ নির্মালা সিতারামন। #আরও কিছু আলোচিত প্রভাবশালী নারী (সবাই বর্তমানে ক্ষমতায়)  জেসিন্ডা আর্ডার্ন – প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ড।  সাই ইং ওয়েন – প্রেসিডেন্ট, তাইওয়ান।  মেলানিয়া ট্রাম্প – ফার্স্ট লেডি, যুক্তরাষ্ট্র।  ইরনা সোলবার্গ – প্রধানমন্ত্রী, নরওয়ে।  সফিন উইলমেস – প্রধানমন্ত্রী, বেলজিয়াম।  মেটি ফ্রেডারিকসেন – প্রধানমন্ত্রী, ডেনমার্ক।  জুজানা কাপুতোভা - প্রেসিডেন্ট, স্লোভাকিয়া।  আনা ব্রানবিক - প্রধানমন্ত্রী, সার্বিয়া।  শেলি ওয়ার্ক জিউড – প্রেসিডেন্ট, ইথিওপিয়া।  আমিনা জে মোহাম্মদ – উপমহাসচিব, জাতিসংঘ। #বিজ্ঞান ও প্রযুক্তি ০১. ফল পাকানোর জন্য দায়ী কোনটি? উত্তরঃ ইথিন বা ইথিলিন (Ethylene)। ০২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়? উত্তরঃ একই হয়। ০৩. ‘অ্যালুমিনিয়াম সলফেট বা Al2 (SO4)3 কে প্রচলিত বাংলায় কি বলে? উত্তরঃ ফিটকিরি। ০৪. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? উত্তরঃ রেনিন। ০৫. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? উত্তরঃ টাংস্টেন। ০৬. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তরঃ সোডিয়াম। #খেলাধুলা ০১. ২০২০ সালের আইপিএল আসরের জন্য ১৯ ডিসেম্বর, ২০১৯ এ অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে বাংলাদেশের কতজন ক্রিকেটারের নাম উঠবে? উত্তরঃ পাঁচ জন (মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন)। ০২. ‘ইউরোপা লীগ’ কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তরঃ ফুটবল। #সেরা_উক্তি “সব সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন” - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Comments